Vivasoft-logo

2.2 টুপল-ইনাম

 

What is Enum? (এনাম কি?)

টাইপস্ক্রিপ্টে, এনাম হচ্ছে supported ডেটা-টাইপ। বেশিভাগ অবজেক্ট-অরিয়েন্টেড language এ এনাম ব্যবহার হয়। এনামের সাহায্য আমরা named-constant ডিফাইন করি। নিচের উদাহরণটি দেখিঃ

 
 
 
enum States {
Oregon,
Washington,
Idaho,
Montana,
Wyoming
}
 
// usage
var region = States.Washington;
 

 

Why use Enum in TypeScript? (কেন টাইপস্ক্রিপ্টে এনাম ব্যবহার করবেন?)

এনাম টাইপস্ক্রিপ্টে কোড organize করতে সাহায্য করে। চলুন এনামের কিছু প্রোজ দেখিঃ

  • জাভাস্ক্রিপ্টে ইনলাইন কোডে কম্পাইল-টাইম এবং রানটাইম save করে।
  • কোডের intention আর ইউজ কেস এক্সপ্রেস করতে সাহায্য করে।
  • memory-efficient কাস্টম কনস্ট্যান্ট তৈরি করতে সাহায্য করে।

 

Enums vs alternatives (এনাম vs অলটারনেটিভ)

কিছু কেসে এনাম ব্যবহার করা ঠিক নয়। যেমনঃ

  • রিএসাইন বা এনামের মেমবার কনটেন্ট changeable হলে।
  • ডাইনামিক ভ্যালু রেকর্ড করার ক্ষেত্রে।
  • ভ্যারিয়েবল ব্যবহার করার ক্ষেত্রে।

চলুন এবার এনাম নিয়ে আরো গভীরে যাই।

Numeric Enum (নিউমারিক এনাম)

নিউমারিক এনাম নাম্বারকে স্ট্রিং ভ্যালু হিসাবে সেভ করে। enum কিওয়ার্ডটি ব্যবহার করে আমরা এনাম ডিফাইন করি। উদাহরণস্বরূপঃ

 
 
 
enum CarType {
Honda,
Toyota,
Subaru,
Hyundai
}
Honda = 0
Toyota = 1
Subaru = 2
Hyundai = 3
 

 

কেউ চাহিলে এনামকে প্রথমেই initialize করতে পারেন। যেমনঃ

 
 
 
enum CarType {
Honda = 1,
Toyota,
Subaru,
Hyundai
}
 

 

উপরের উদাহরণটিতে Honda কে 1 দিয়ে initialize করায় নিম্ন অবশিষ্ট সংখ্যাগুলো এক দ্বারা বৃদ্ধি হবে।

String Enum (স্ট্রিং এনাম)

স্ট্রিং এনামও নিউমারিক এনামের মতই, শুধু নাম্বার এর বদলে স্ট্রিং এনাম স্ট্রিং ভ্যালু সেভ করে। উদাহরণস্বরূপঃ

 
 
 
enum CarType {
Honda = “HONDA”,
Toyota = “TOYOTA”,
Subaru = “SUBARU”,
Hyundai = “HYUNDAI”
}
// Access String Enum
CarType.Toyota; //returns TOYOTA
CarType[‘Honda’]; //returns HONDA
 

 

Heterogeneous Enum (হেটারোজেনাস এনাম):

হেটারোজেনাস এনাম স্ট্রিং এবং নাম্বার উভয় ভ্যালুই এনাম হিসাবে সেভ করতে পারে। উদাহরণস্বরূপঃ

 
 
 
enum BooleanHeterogeneousEnum {
Yes = 0,
No = “NO”,
}
 

 

Const Enum (কনস্ট এনাম):

const মডিফায়ারের সাহায্য কনস্ট এনাম ব্যবহার করা হয়। মূলত, এটা নিউমারিক এনামের পারফরম্যান্স বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করে।

 
 
 
const enum Enum {
X = 1
Y = X * 2,
}
 

 

নিউমারিক এনাম কম্পাইল টাইমে consider করা হয়। কিন্তু কনস্ট এনাম কম্পাইল টাইমে consider করা হয় না। তাই এটা পারফরম্যান্স বৃদ্ধি করে।

Computed Enum (কম্পিউটেড এনাম) :

এনামে শুধু কনস্ট্যান্ট ভ্যালুই না কম্পিউটেড ভ্যালুও সেভ করা যায়। যেমনঃ

 
 
 
enum CarType {
Honda = 1,
Toyota = getCarTypeCode(‘toyota’),
Subaru = Toyota * 3,
Hyundai = 10
}
 
function getCarTypeCode(carName: string): number {
if (carName === ‘toyota’) {
return 5;
}
}
 
CarType.Toyota; // returns 5
CarType.Subaru; // returns 15
 

 

উপরের উদাহরণটিতে getCarTypeCode ফাংশনটি থেকে কম্পিউটেড ভ্যালুটি Toyota তে initialize করা হয়েছে। আজ এনাম নিয়ে এ পর্যন্তই।

টুপল:

একটি টাপল হল আরেক ধরণের অ্যারে (Array)| এতে কতগুলো এলিমেন্ট আছে , কার কি ডেটা টাইপ এবং ইনডেক্স তা টাপল জানে|

সিন্টেক্স

 
 
 
let tulpleName:[data type, data type] = [value,value]
 

 

কোড
নিচের কোডটি টাপল কিভাবে তৈরি করতে হবে এবং তাতে কিভাবে ভ্যালু এসাইন করতে হয় তা দেখানো হয়েছে :

  • datesAndMonths: টাপল এর নাম।
  • [number,string]: প্রদত্ত ক্রমে টাপলে সংরক্ষিত ডেটা প্রকারগুলি।
  • [5,”january”]: টপলে এসাইন ভ্যালু।

 

 
 
 
//tuple creation
let datesAndMonths:[number,string] = [5,“january”]
console.log(datesAndMonths)
 

 

আসুন ভ্যালু গুলোর ক্রম পরিবর্তন করার চেষ্টা করি। নিম্নলিখিত কোড স্নিপেটে লক্ষ্য করুন:

 
 
 
//changing the order of the elements.
let datesAndMonths:[number,string] = [“january”,5]
console.log(datesAndMonths)
 

 

Output

 
 
 
index.ts(2,39): error TS2322: Type ‘string’ is not assignable to type ‘number’.
index.ts(2,49): error TS2322: Type ‘number’ is not assignable to type ‘string’.
 

 

ইনডেক্সিং

একটি টাপল এ প্রতিটি উপাদান কিছু ইনডেক্স দ্বারা চিহ্নিত করা হয়. ইন্ডেক্সিং 0 দিয়ে শুরু হয় এবং n-1 দিয়ে শেষ হয়, যেখানে n হল টিপলের উপাদানের সংখ্যা। ইনডেক্স বাম থেকে ডানে এসাইন করা হয়। যদি আমাদের [2,3,5,7] এলিমেন্টের একটি টাপল থাকে, তাহলে:

  • এলিমেন্ট ২ এর ইনডেক্স হবে 0
  • এলিমেন্ট ৩ এর ইনডেক্স হবে ১
  • এলিমেন্ট ৫ এর ইনডেক্স হবে ২
  • এলিমেন্ট ৭ এর ইনডেক্স হবে ৩

এলিমেন্ট কিভাবে এক্সেস করতে হয়?
আমরা একটি টাপল ভিতরে এলিমেন্ট অ্যাক্সেস করতে ইনডেক্স ব্যবহার করি

 
 
 
let primes:[number,number,number] = [2,3,5]
 
//accessing first element in tuple
console.log(primes[0])
 
//accessing second element in tuple
console.log(primes[1])
 

 

রিড-ওনলি (Read-only)

আমরা যখন যেকোন জায়গায় টাপল পাস করি সেখানে আমরা টাপলকে শুধুমাত্র পড়ার জন্য সীমাবদ্ধ করতে পারি যাতে কেউ আসল টাপল পরিবর্তন করতে না পারে। নিম্নলিখিত কোড স্নিপেটে, আমরা শুধুমাত্র readonly কীওয়ার্ড দিয়ে ডেটা তৈরি করেছি 5 নং লাইনে, আমরা readonly টাপল এর ডেটা পরিবর্তন করার চেষ্টা করেছি। এটি একটি এরর দেখাবে।

 
 
 
//making tuple as read only
let data:readonly[string,number] = [“abc”,5];
 
//trying to modify tuple
data[0] = “qwerty”;
  • ES6 কি?
  • ES6 এর নতুন ফিচারগুলো কি কি?
  • Tooling কি?
  • কিছু কমন js tool কি কি ?
  • Babel কি?