Menu
[৮] প্রোডাকশনে গো (Go, in production)
বুটক্যাম্পের রোডম্যাপ টা ফলো করতে করতে এতদূর যেহেতু এসে পড়েছি, সুতরাং আশা করা যাচ্ছে Go এর ব্যাপারে আমাদের মোটামুটি ভালো একটা বোঝাপড়া হয়ে গিয়েছে। কোন একটা ল্যাংগুয়েজে কতটুকু হাতে নিয়ে আসতে পেরেছি সেটার সবথেকে বড় প্রমাণ পাওয়া যায় সেটা কোন প্রজেক্টে ব্যবহার করে। এতে করে বাস্তব জগতে আমরা কেমন সমস্যার সম্মুখীন হতে পারি সেটা সম্পর্কেও একটা ভালো ধারনা পাওয়া যায়। এছাড়াও, সঠিক গাইডলাইন পেয়ে এমন প্রজেক্ট করলে নিজে থেকে পরবর্তীতে কোনো প্রজেক্ট হাতে নেয়ার ক্ষেত্রেও একটা আত্মবিশ্বাস কাজ করবে। সেই আত্মবিশ্বাস টা হাতের নাগালে এনে দেয়াই বুটক্যাম্পের এই অংশের লক্ষ্য।