Menu
Datetime মডিউল
সময় ( দিন , তারিখ , বছর , সময় . . . ) ইত্যাদির জন্য আমরা পাইথনের “” মডিউলটি ব্যবহার করবো। এই লেসন এ আমরা “datetime” মডিউলএর অন্তর্ভুক্ত বহুল ব্যবহৃত তিনটি ক্লাস “date” , “datetime” & “timedelta” নিয়ে জানবো date ক্লাস তারিখ নিয়ে কাজ করার জন্য আমরা date ক্লাস ব্যবহার করবো। তার জন্য প্রথমে date ক্লাসটিকে ইম্পোর্ট করে নিবো আজকের তারিখ নিচের কোডটি রান করলে আমরা আজকের দিনের তারিখ টি পেয়ে যাবো। তারিখের ফরম্যাটটি হবে (yyyy-mm-dd) অর্থাৎ (বছর–মাস–দিন) , আমরা চাইলে ফরম্যাটটি চেঞ্জ করতে পারবো। কিন্তু সেটি আমরা এই লেসন এর একদম শেষের দিকে দেখবোfrom datetime import date
today = date.today()
print(today)
# Output 2022-09-06
from datetime import date
today = date.today()
print(f“Current Day : {today.day}”)
print(f“Current Month : {today.month}”)
print(f“Current Year : {today.year}”)
“””
Output
Current Day : 6
Current Month : 9
Current Year : 2022
“””
from datetime import date
today = date.today()
print( type(today) )
# Output : <class ‘datetime.date’>
from datetime import date
some_date = date(2023,12,31)
print(some_date)
# Output 2023-12-31
from datetime import datetime
from datetime import datetime
current_time = datetime.now()
print(current_time)
# output 2022-09-06 10:21:11.876229
from datetime import datetime
current_time = datetime.now()
print(f“Current Second: {current_time.second}”)
print(f“Current Minute: {current_time.minute}”)
print(f“Current Hour: {current_time.hour}”)
print(f“Current Timestamp: {current_time.timestamp()}”)
print(f“Current Day: {current_time.day}”)
print(f“Current Month: {current_time.month}”)
print(f“Current Year: {current_time.year}”)
“””
Output
Current Second: 11
Current Minute: 25
Current Hour: 10
Current Timestamp: 1662438311.04346
Current Day: 6
Current Month: 9
Current Year: 2022
“””
from datetime import datetime
day1 = datetime(2022,10,1,10,50)
print(day1)
print( type(day1) )
“””
Output
2022-10-01 10:50:00
<class ‘datetime.datetime’>
“””
from datetime import datetime
day1 = datetime(2022,10,1,10,50)
day2 = datetime(2022,12,1)
print(day2 – day1)
# Output 60 days, 13:10:00
from datetime import datetime
day1 = datetime(2022,10,1,10,50)
day2 = datetime(2022,12,1)
difference = day2 – day1
print(f“Day Interval : {difference.days} Days”)
print(f“Second Interval : {difference.total_seconds()} seconds”)
“””
Output
Day Interval : 60 Days
Second Interval : 5231400.0 seconds
“””
from datetime import datetime
day1 = datetime(2022,10,1,10,50)
day2 = datetime(2022,12,1)
difference = day2 – day1
print(type(difference))
# Output : <class ‘datetime.timedelta’>
from datetime import datetime, timedelta
some_day = datetime(2022,12,1)
another_day = some_day + timedelta( days=10 )
print(f“Date : {some_day}”)
print(f“After 10 days : {another_day}”)
“”“
Output
Date : 2022-12-01 00:00:00
After 10 days : 2022-12-11 00:00:00
““”
Python-এ strptime() ফাংশনটি তারিখ এবং সময়ের স্ট্রিং উপস্থাপনা ফর্ম্যাট করতে এবং রিটার্ন করতে ব্যবহৃত হয়। এটি একটি ইনপুট হিসাবে তারিখ, সময়, বা উভয়ই নেয় এবং এটিকে দেওয়া ফর্ম্যাট অনুসারে পার্স করে।
from datetime import datetime
string_of_date = “12 Dec , 2022”
format = “%d %b , %Y”
formatted_date = datetime.strptime(string_of_date, format)
print(formatted_date)
print(f“string_of_date type: {type(string_of_date)}”)
print(f“formatted_date type: {type(formatted_date)}”)
# Output
# 2022-12-12 00:00:00
# string_of_date type: <class ‘str’>
# formatted_date type: <class ‘datetime.datetime’>
datetime.strftime()
from datetime import datetime
current_time = datetime.now()
formatted_time = current_time.strftime(“%d-%m-%Y %H:%M”)
print(formatted_time)
# Output 07-09-2022 10:28
format | অর্থ | উদাহরণ |
%a | সংক্ষিপ্ত কর্মদিবসের নাম | Sun, Mon,… |
%A | সপ্তাহের পুরো দিনের নাম | Sunday, Monday, Tuesday…… |
%w | সংখ্যা হিসেবে সপ্তাহের দিন | 0,1,2,…………6 |
%d | শূন্য প্যাডেড দশমিক সংখ্যা হিসেবে মাসের দিন | 01,02,03,………31 |
%b | সংক্ষিপ্ত মাসের নাম | Jan, Feb,….Dec |
%B | পূর্ণাঙ্গ মাসের নাম | January,February…… |
%m | শূন্য-প্যাডেড দশমিক সংখ্যা হিসাবে মাস | 01,02,03……..12 |
%y | শূন্য-প্যাডেড দশমিক সংখ্যা হিসাবে শতাব্দী ছাড়া বছর | 00,01,02,…..99 |
% Y | দশমিক সংখ্যা হিসাবে শতক সহ বছর। | 2013,2019,2020 etc |
% H | শূন্য-প্যাডেড দশমিক সংখ্যা হিসাবে ঘন্টা (24-ঘন্টা ঘড়ি) | 00,01,02………23 |
%I | শূন্য-প্যাডেড দশমিক সংখ্যা হিসাবে ঘন্টা (12-ঘন্টা ঘড়ি) | 01,02,03,……12 |
%p | লোকালের AM বা PM। | AM, PM |
%M | শূন্য-প্যাডেড দশমিক সংখ্যা হিসাবে মিনিট | 00,01,02,…….59 |
from datetime import datetime
import pytz
local_time = datetime.now()
print(“Local Time :”, local_time.strftime(“%m-%d-%Y, %H:%M”))
karachi_time_zone = pytz.timezone(‘Asia/Karachi’)
karachi_time = datetime.now(karachi_time_zone)
print(“Karachi Time :”, karachi_time.strftime(“%m-%d-%Y, %H:%M”))
# Output
# Local Time : 09-07-2022, 10:34
# Karachi Time : 09-07-2022, 09:34
import pytz
for each_timezone in pytz.all_timezones :
print(each_timezone)
# Output
Africa/Abidjan
Africa/Accra
Africa/Addis_Ababa
Africa/Algiers
Africa/Asmara
.
.
.
US/Pacific
US/Samoa
UTC
Universal
W-SU
WET
Zulu
Example-1
# get current timefrom datetime import datetimenow = datetime.now()current_time = now.strftime(“%H:%M:%S”)print(f“Current Time = {current_time}”)Example-2
# Today , Tomorrrow, Yesterdayimport datetimetoday = datetime.date.today()yesterday = today – datetime.timedelta(days = 1)tomorrow = today + datetime.timedelta(days = 1)print(f‘Yesterday : {yesterday.strftime(“%b %d , %Y”)}’)print(f‘Today : {today.strftime(“%b %d , %Y”)}’)print(f‘Tomorrow : {tomorrow.strftime(“%b %d , %Y”)}’)print(type(today))Example-3
from datetime import dateyour_year = int(input(“Enter your birth year : “))year_diff = date.today().year – your_yearprint(f“You are {year_diff} years old !”)Example-4
# import datetime module from datetimefrom datetime import datetime# format DD/MM/YY H:M:Stime_list = [“20/05/22 02:35:20”,“21/05/22 12:45:03”,“22/05/22 07:35:05”,“23/05/22 05:15:59”]# format the string in this format : day/month/year hours/minutes/secondsformat_style = “%d/%m/%y %H:%M:%S”for each_date in time_list:print(datetime.strptime(each_date, format_style))Example-5
from datetime import datetimeany_date = “March 16 1996 11:20PM”formatting = datetime.strptime(any_date, ‘%B %d %Y %I:%M%p’)print(formatting)
* ইউজার থেকে তার জন্ম তারিখ নিবেন এবং তার আজকের পর্যন্ত কত বয়স হল সেটি দেখাবেন
* ৫ মাস আগের ডেটটি প্রিন্ট করুন
* একটি ডিজিটাল ঘড়ি বানান ; স্ত্রিপ্টটি রান করলে কনসোলে দেখাবে
* ভোটিং সিস্টেম বানাবেন , ইউজার থেকে তার জন্ম তারিখ ( যেমন: ১৭-০৫-২০০২ ) নিবেন , এবং ইউজারটি ভোট দেয়ার উপযোক্ত বয়স হলে , ইয়েস আউটপুট এ দেখাবেন অথবা না হলে নো আউটপুট এ দেখাবেন
* বর্তমান সময় থেকে ১ মিনিট পরে একটি কাউন্টডাউন সিস্টেম বানান। ( ৫৯, ৫৮, ৫৭ ,….,০) এভাবে দেখাবে
* timedelta() এই মেথড এর কাজ কি
* কিভাবে আজকের ডেট ( dd-mm-yyyy ) এই Format এ বের করতে পারবো ?
* strftime() এই মেথডটি কোন টাইপ অবজেক্ট এর উপর এপ্লাই করা যায় ?
* strptime & strftime মধ্যে পার্থক্য কি ?
* দিল্লির সময়ের সাথে আপনার সময়ের ব্যবধান কত হবে সেটি ঘন্টা এবং মিনিট আকারে প্রকাশ করুন