Python Module(পাইথন মডিউল)
কিন্তু সেজন্য ফাংশন গুলিকে মডিউল এর নাম ধরে না ডেকে , তাদের নাম ধরেই কল করতে হবে
Example-1
main.py
from login import user_loginusername = input(“Enter username : “)password = input(“Enter password : “)if user_login(username, password):print(“Successfully logged in”)else:print(“Unauthorized Access !”)login.pyUser login moduledef user_login(username,password):listed_user={“admin” : “123456”,“demo” : “1568”}if username in listed_user and listed_user[username] == password:return Truereturn FalseExample-2
some_module.py
player = {“name”: “Mashrafee Bin Mortuza”,“age”: 40,“country”: “Bangaldesh”}main.py
import some_modulesomename = some_module.player[“name”]print(somename) # Mashrafee Bin MortuzaExample-3
(renamming a module while importing)
some_module.py
player = {“name”: “Mashrafee Bin Mortuza”,“age”: 40,“country”: “Bangaldesh”}main.py
import some_module as player_info # renamesomename = player_info.player[“name”] # access via renameprint(somename) # Mashrafee Bin MortuzaExample-4
চলেন বিল্ট-ইন ( পাইথন এর তৈরীকৃত ) একটি মডিউল দেখি , যেখানে আমরা স্ক্রিপ্ট চালানোর সময় কিছু সংখ্যা দিয়ে দিয়ে অতিরিক্তি এবং এদের যোগফল পাবো
import sysprint(sys.argv)first_argument = sys.argv[1]second_argument = sys.argv[2]print(f“Sum = {int(first_argument) + int(second_argument)}”)টার্মিনাল / পাওয়ার শেল এ গিয়ে লিখবো python3 main.py 10 20
viva@vivacom-pc:~/Desktop/examples$ python3 main.py 10 20[‘main.py’, ‘10‘, ‘20‘]Sum = 30স্ক্রিপ্ট এর সাথে অতিরিক্ত ভ্যালু পাঠাচ্ছি -এ গুলোকে বলে আর্গুমেন্ট। এখানে ইচ্ছা মতো আর্গুমেন্ট পাঠাতে পারি। তবে আমার কোডটি ( আর্গুমেন্ট ছাড়া ) ডাইরেক্ট রান করলে কিন্তু ইরর খাবেন , আপনার কাজ হচ্ছে কিভাবে ইরর মুক্ত একটি কোড লিখবেন এখানে , এবং ইচ্ছা মতন আর্গুমেন্ট দিয়ে সেগুলোর যোগফল বের করতে পারবো
Example-5
আমরা চাইলে একটি মডিউল এর সবগুলো জিনিস এস্ট্রেরিক্স (*) চিহ্ন দিয়ে নিয়ে আসতে পারি
some_module.py
player1 = {“name”: “Mashrafee Bin Mortuza”,“age”: 40,“country”: “Bangaldesh”}player2 = {“name”: “Shakib Al Hassan”,“age”: 36,“country”: “Bangaldesh”}player3 = {“name”: “Musfiqur Rahim”,“age”: 37,“country”: “Bangaldesh”}main.py
from some_module import *print(player3)# {‘name’: ‘Musfiqur Rahim’, ‘age’: 37, ‘country’: ‘Bangaldesh’}
- অনুশীলনঃ
১। my_module নামের একটি মডিউল কে কিভাবে ইমপোর্ট করা যায়?
২| নিজে নিজে ৫ টি মডিউল বানান এবং একটি স্ত্রিপ্ট এ সেগুলো ইউজ করেন।
৩। একটি মডিউল বানান , যেখানে একটি ফাংশন থাকবে – যেটি রেন্ডম পাসওয়ার্ড জেনারেট করবে। পাসওয়ার্ড এর দৈর্ঘ্য হবে ১০। এবারে , main.py নামে স্ক্রিপ্ট রান করে , রেন্ডম পাসওয়ার্ডটি আউটপুট এ দেখান
৪। ” circular import error ” কেন হয় , (একটু স্টাডি করুন এবং) উদাহরণ দিন
৫। কয়েকটি বিল্ট-ইন মডিউল এর নাম বলুন এবং তাদের ব্যবহার
- নমুনা ইন্টারভিও প্রশ্নঃ১। পাইথন মডিউল এর ফাইল এক্সটেনশন কি হয়?২। মডিউল নামকরণের কোন নিয়ম আছে?৩| মডিউল ব্যাবহার করার উপকারিতা কি ?৪| বিল্ট-ইন কয়েকটি মডিউল এর নাম বলেন ।৫। একটি ভ্যারিয়েবল কে , কিভাবে একই প্রজেক্টের অনেকগুলি পাইথন স্ক্রিপ্ট এর মধ্যে রি-ডিক্লারেশন ছাড়া ওই ভ্যারিয়েবল কে ব্যবহার করবেন ?