Vivasoft-logo

OOP কেন প্রয়োজন?

  • অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটি জটিল সমস্যাকে অনেকগলো ছোট ছোট এবং ম্যানেজেবল অবজেক্টে ভাগ করে দেয়। প্রতিটি অবজেক্টের কিছু Property এবং Method থাকে যা একটি ক্লাসে ডিফাইন করা থাকে। প্রয়োজনমত এই Property এবং Method-গুলোতে পরিবর্তন আনা যায় বা নতুন Property/Method যুক্ত করা যায়। যার ফলে কোড অনেক পূনর্ব্যবহারযোগ্য (Reusable) হয় কেননা অবজেক্টটিকে প্রয়োজনমত একটি অ্যাপ্লিকেশনের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারি। এটি ডেভেলপমেন্টের সময় এবং শ্রম দুটিই বাঁচায়।
  • একটি বড় পরিসরের অ্যাপ্লিকেশন ডেভেলপের ক্ষেত্রে OOP’র কোন বিকল্প নেই। কেননা আমরা আগেই জেনেছি যে OOP একটি বড় অ্যাপ্লিকেশনকে অনেকগুলো ছোট ছোট এবং ম্যানেজেবল অংশে (Components) বিভক্ত করে যার ফলে একাধিক ডেভেলপারের একত্রে ডেভেলপমেন্টের (Parallel Development) সুবিধা পাওয়া যায়।
  • অনেক ডিজাইন প্যাটার্ন (Design Patterns) OOP প্রিন্সিপালের উপর ভিত্তি করে তৈরী হয়, যা সফ্টওয়্যার ডিজাইনিং এর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার প্রমাণিত সমাধান প্রদান করে। এছাড়া, কোডের গুণমান এবং রক্ষণাবেক্ষণকে ত্বরান্বিত করে।
  • এটি Real World Entity গুলোর মধ্যে মডেলিং (Modeling) করা এবং আরও তাদের মধ্যকার মিথসস্ক্রিয়াকে (interaction) সহজ করে। ফলে ডেভেলপার এবং ডোমেন (domain) বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ সহজতর হয়।
  • OOP’র মডুলার কাঠামোর (structure) কারণে কোড স্কেল (Scale) করা সহজ হয়। যেহেতু এই প্রোগ্রামিং প্যারাডাইমের (Programming Paradigm) মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটিকে প্রভাবিত না করে নির্দিষ্ট ক্লাসে পরিবর্তন করতে পারা যায়। ফলে, নতুন বাগ/এরর তৈরীর ঝুঁকি কম থাকে।
  • বিদ্যমান কোড পরিবর্তন না করেই নতুন ক্লাস এবং অবজেক্ট যুক্ত করা যায় বলে, কোডবেজে অভিযোজনযোগ্যতা (Adaptability) এবং সম্প্রসারণযোগ্যতা (Extensibility) সমর্থন করে।
  • এছাড়াও OOP কোডের ভিতরে ডাটা সিকিউরিটি প্রদান করা সহ আরও অনেক সুবিধা (এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশান, পলিমরফিজম) প্রদান করে থাকে যেগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তীতে জানব।